Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিজনগণ এখন তার কাঙ্খিত ভোটাধিকার ফিরে পেতে চায়: ইমদাদ চৌধুরী।

জনগণ এখন তার কাঙ্খিত ভোটাধিকার ফিরে পেতে চায়: ইমদাদ চৌধুরী।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জনগণ এখন তার কাঙ্খিত ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা তাদের সাংবিধানিক অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি সেই অধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আজ দেশের কোটি কোটি মানুষ তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। প্রবাসে থেকেও তিনি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই আমরা আশাবাদী, একদিন এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, এই দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসনের জন্য ডাঃ জোবায়দা রহমানের মত শিক্ষিত, মানবিক ও সৎ নেতৃত্বের এখন প্রয়োজন। তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য নেতৃত্বও।
তিনি সোমবার (২৩ জুন) সিলেটের কৃতি সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, ৩২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আমিনুর রহমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু, জেলা যুবদলের সহ সভাপতি মির্জা জাহেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্ব জাকারিয়া হোসেন, ৩৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম তাজু, আব্দুল হাই জুনেল, নাজির খান, চান মিয়া, খায়রুল ইসলাম আলমগীর, হিমেল আহমদ, এনাম খান, জাবেদ আহমদ ইমন, শ্রমিক দল নেতা মামুন খান আলম, সালেহ আহমদ, জয়নাল আবেদীন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: