Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিজাগো-বাহে তিস্তা বাঁচাই, ডাক দিয়েছেন তুহিন ভাই, এই স্লোগানে ডিমলায় বিক্ষোভ মিছিল।

জাগো-বাহে তিস্তা বাঁচাই, ডাক দিয়েছেন তুহিন ভাই, এই স্লোগানে ডিমলায় বিক্ষোভ মিছিল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জাগো-বাহে তিস্তা বাঁচাই, ডাক দিয়েছেন তুহিন ভাই, ঘরে থাকার সময় নাই। আইসো বাহে সবাই, হামরা এবার তিস্তা বাঁচাই, এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও গন সমাবেশ করেছে ডিমলা উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিমলা বিএনপির অফিস সামনে থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে সমাবেশে মিলিত হয়। গন সমাবেশ নেতৃত্ব দিয়েছেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ফুল ইসলাম লিটন, আমিনুজ্জামান গাজী, ডিমলা সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ভারী বর্ষণ ও ভারতের উজানের নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যে বন্যা দেখা দিয়েছে, তাতে তিস্তা পাদদেশে লক্ষ লক্ষ মানুষের আবাদি জমি বাড়িঘর এবং সর্বস্ব হারিয়ে মানবেতারে জীবন যাপন করছে। তিস্তা পাড়ের মানুষ হাজার হাজার মানুষের একই আকুতি আমরা ত্রাণ চাই না, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু নদী পাড়ের মানুষের জন্য শুধু কল্যান বয়ে আনবে না। যা সারা বাংলাদেশের জন্য কল্যান বয়ে আনবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: