Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিজুলাই আগস্টে নিহত কাঞ্চন করের পিতা-মাতার পাশে ইমদাদ চৌধুরী।

জুলাই আগস্টে নিহত কাঞ্চন করের পিতা-মাতার পাশে ইমদাদ চৌধুরী।

জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলন পুলিশের গুলিতে নিহত হন কাঞ্চন কর। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিহত কাঞ্চন করের পিতা ও মাতা অর্চনা রানীর খোজ খবর নেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শুক্রবার (২৫ জুলাই) তিনি তাদের বাসায় যান এবং খোজ খবর নেন।

এসময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের মালিক জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরেই বলে আসছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। যতক্ষণ পর্যন্ত না নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না। তিনি আরও বলেন, এরপরও শেখ হাসিনা তিনটি পাতানো নির্বাচন করেছেন। দিনের ভোট রাতে করে ১৫৪টি আসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। এর ফলে শেখ হাসিনার অবৈধ সরকার ফ্যাসিস্ট শাসনে রূপান্তরিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুধাবন করতে পেরেছিলেন, এই কারণেই দেশের ৮০ শতাংশ মানুষ ভোট দিতে যাননি। মাত্র ১০% ভোট পড়েছিলো। শেখ হাসিনার অহংকার, দাম্ভিকতা এবং মিথ্যা কথাগুলো সাধারণ মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলো। তিনি বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন কয়েক দিনের মধ্যেই দেশের আপামর জনতার আন্দোলনে রূপ নেয়। যখন আন্দোলনে পিছু হটার সম্ভাবনা দেখা দিয়েছিলো, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীকে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। একদফার এই আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশের দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ নিজেদের জীবন বাজি রেখে দেশকে মুক্ত করার যে অসামান্য অবদান রেখেছেন, তা জাতি কখনও ভুলবে না। বিশেষ করে বিএনপি ও সিলেটবাসীর কাছে এই আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে।

যুগ্ন সম্পাদ ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশিদ চৌধুরী সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষি বিষয় সম্পাদক ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ এর পরিচালনায় প্রধান অতিথি ইমদাদ হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য বিশেষ সম্পাদক দুলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ২৭ নম্বর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ওয়ার্ড বিএনপি’র মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি আমজাদ পারভেজ, রেজাউল ইসলাম রেজা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড সদস্য ইসাহক আহমদ ২৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ইমন, ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক নুরুন্নবী ঝন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সিনিয়র সদস্য মধ্যে উপস্থিত ছিলেন এনাম আহমদ শাহিন আহমদ, সুমন আহমদ, জুলাই যোদ্ধা আহত ২৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী কামাল আহমদ ২৬ নং ওয়ার্ড এমপি সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ আহমদ ২৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ন সম্পাদক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী আছেন সুবেল, কমিটির স্বেচ্ছাসেবক দলীয় যুগ্ন আহবায়ক আজাদ আহমদ, সিলেট মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক শওকত আহমদ, আল-আমিন হোসেন, সৌমিক, আহমদ আনোয়ার, হোসেন রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: