সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (২২ জুন) এক শোকবার্তায় মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এডভোকেট মো. আব্দুল গফফারের ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ও মার্জিত নেতা হিসেবে পরিচিত।
শোকবার্তায় তারা বলেন, এডভোকেট মো. আব্দুল গফফারের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দলের ক্রান্তিকালে বরাবরই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এডভোকেট মো. আব্দুল গফফার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি হলো। যা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় এডভোকেট মো. আব্দুল গফফারের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য: রবিবার (২২ জুন) বেলা দেড়টায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।-বিজ্ঞপ্তি