
সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার আহমদ গতকাল শুক্রবার দুপুর ১১ঘটিকার সময় গোয়াইপাড়াস্হ তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যম প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার আহমদ দলের একজন নিবেদীত প্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার হারিয়েছে একজন সাহসী জাতীয়তাবাদী যোদ্ধাকে। তার মৃত্যুতে আমরা গভীর শোক ও আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার-পরিজন গভীর সমবেদনা জ্ঞাপন করি।-বিজ্ঞপ্তি