সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যখ্যাতে অবদানকারী ডা. জুবাইদা রহমান সবসময় দুঃখ-সংকটে স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে থেকেছেন এবং একজন গুণী স্ত্রীর মতো দায়িত্ব পালন করেছেন, যা সকল নারীর জন্য একটি দৃষ্টান্ত।
তিনি ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচির আংশ হিসেবে রবিবার (২২ জুন) ৪নং ওয়ার্ডের আম্বরখানা সরকারী কলোনী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনকালে তিনি এ কথা বলেন।
লোদী বলেন, তারেক রহমান কারাবরণ, নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হলেও ডা. জুবাইদা রহমান কখনো তাকে পরিত্যাগ করেননি বরং সবসময় তার পাশে থেকেছেন।
তিনি আরোও বলেন, তারেক রহমান গ্রেফতার হওয়ার পর তৎকালীন সরকারের মানসিক চাপ, ভয়ভীতি ও নানা কৌশলের মুখেও ডা. জুবাইদা রহমান তার স্বামীর পাশে অবিচল ছিলেন। তিনি সবসময় তার মুক্তি ও যথাযথ চিকিৎসার জন্য কাজ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাফিজ আব্দুল হালিম, সেলিম মিয়া, এনাম খান, কয়েস আহমদ, হাফছা বেগম, রায়হান আহমদ, মানিক মিয়া, নজরুল ইসলামসহ এলাকার মুরব্বী এবং ওয়ার্ড বিএনপির বিভিন্নস্থরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি