মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে পাথর বোঝাই ট্রাক্টর আটকসহ ২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ শে জুলাই বৃহস্পতিবার নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করে পরিবহন করে নিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক্টরকে আটক করা হয় ।
অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে মোঃ ফারুক হোসেন (২৮) ও মোঃ নাছির উদ্দিন (৩২) নামে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের আওতায় খনি ও খনিজসম্পদ ( নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন,১৯৯২ এর ৫ ধারা অনুসারে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার। তবে জনস্বার্থে এ ধরনের অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।