
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ এবং উত্তোলিত বালু জব্দ করা হয়। ডিমলা থানার একদল পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা কর্তৃক এই ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।