
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অপরাধে ৩ ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১৯ জুলাই ডিমলা উপজেলার সরদারহাট, নাউতারা ও বালাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির সময় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে দুই ব্যক্তিকে ০৩ দিন এবং এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও লটারি বিক্রয়ের কাজে ব্যবহৃত ১১ টি বাক্স জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ অবিক্রিত লটারির টিকিট উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট, ডিমলা, নীলফামারী। জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা এর এই ধরণের অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।