Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতডিমলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ডিমলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরানুজ্জামান। উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আলী বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলী নোমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও সদস্য মোঃ গোলাম রব্বানী প্রধান। এছাড়াও সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এবং উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিজিবির বালাপাড়া ও থানারহাট কোম্পানী কমান্ডার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় ইউএনও ইমরানুজ্জামান বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং চোরাচালান রোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সীমান্তে বিজিবির আরও তৎপর ভূমিকা রাখতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: