
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বাবুর হাট টিঅ্যান্ডটিসংলগ্ন মেসার্স বক্কর অ্যান্ড সন্স মিনি পেট্রোল পাম্প নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ কর্মচারীর নাম শ্রাবণ (১৮)।
তিনি জেলার ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের সুধান্ন রায়ের ছেলে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মেসার্স বক্কর অ্যান্ড সন্সের অন্যান্য ব্যবসার সঙ্গে জ্বালানি ও ভোজ্য তেলের ব্যবসা রয়েছে। মঙ্গলবার সকালে ড্রাম থেকে তেল তোলার সময় বৈদ্যুতিক মোটর বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে।
এতে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে যায়। এ সময় আগুনে দগ্ধ হন ওই প্রতিষ্ঠানের কর্মচারী শ্রাবণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ডিমলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।