Tuesday, August 12, 2025
Tuesday, August 12, 2025
Homeপ্রযুক্তিডিমলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

ডিমলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা হোকলডোকলা এলাকায় ১২ আগস্ট দুপুরে “খামারী অ্যাপস এর মাধ্যমে স্যার সুপারিশ, মাটি পরীক্ষা, জৈব সার উৎপাদন, তেল ফসলের আবাদ বৃদ্ধি, ধানে বিপিএইচ ও ব্লাস্ট রোগ দমনসহ আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সালামত ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসিদুল হক, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড-১ এর সহকারী প্রকৌশলী হাসেম আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার প্রান্তিক কৃষকরা।

আলোচনা সভায় যোগ দেওয়ার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার নাউতারা বাজার পূর্বপাশে হোকলডোকলায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত সাইফন পরিদর্শন করেন। জানা যায়, সাইফনের মাধ্যমে বিলের পানি বের না হওয়ায় হাজারো কৃষকের ধানের বীজ পানিতে তলিয়ে গেছে এবং ৭দিন অতিবাহিত হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। ইউএনও মোঃ ইমরানুজ্জামান বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে তিনি আলোচনা সভায় উপস্থিত থেকে কৃষি উন্নয়ন বিষয়ক মতামত প্রদান করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: