
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরদার হাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী নিজ বাড়িতে কাপড় শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ মুন্না ইসলাম নীরব (১৮)। তিনি উপজেলার সরদারহাট গ্রামের তরিকুল ইসলামের ছেলে, মুন্না এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মুন্না ইসলামের ভগ্নিপতি আবদুল মজিদ জানান, বাড়ির আঙিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়, এ সময় বাড়িতে কেউ ছিল না। স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তার প্রতিবেশী ও স্বজনরা জানান, মুন্না ছিল খুবই কর্মঠ এবং হাসিখুশি স্বভাবের ছেলে। মুন্নার এমন অকালমৃত্যুতে এলাকার শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে, এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।