মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট। খাদ্য ও জ্বালানি সংকটে পড়েছেন হাজারো মানুষ। এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পূর্ব ছাতনাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।সহায়তা পেয়ে শতাধিক পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি (ডিআর) জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। পূর্ব ছাতনাই গ্রামের গৃহবধূ হাসিনা বেগম বলেন, “গত কয়েকদিন ধরে বাড়ি পানিতে তলিয়ে ছিল।রান্নার উপকরণও শেষ হয়ে গিয়েছিল। এই সহায়তা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আব্দুল করিম বলেন, “ঘরে খাবারের অভাব ছিল।বিএনপির এই ত্রাণে কিছুদিন অন্তত চলতে পারব।
স্থানীয় বাসিন্দা রুবিনা আক্তার জানান, “আমরা চাই সব রাজনৈতিক দলই বন্যার সময় মানুষের পাশে দাঁড়াক। আজকে বিএনপি এসে সহায়তা করায় অনেকটা স্বস্তি পেয়েছি। ত্রাণ বিতরণের সময় বক্তারা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তুহিন ভাইয়ের নির্দেশে বিএনপি সবসময় দুর্গতদের পাশে থাকবে।শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে এই সহায়তা অব্যাহত থাকবে।স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকের মতে, এ ধরনের ত্রাণ কার্যক্রম শুধু দুর্দশাগ্রস্তদের সহায়তা করে না, বরং রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাও বৃদ্ধি করে।