মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী ডিমলায় ২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মচারীর আওতায়, গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, সয়াবিন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসণ কর্ম আ,ন,ম, শিবলী সাদিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা- শওকত রেজা, নুরুজ্জামান, শাহাজাহান কৃষকসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। কর্মসূচির আওতায় সরিষা এক হাজার একশত জন, গম ৩৪০জন, পেঁয়াজ ২০ জন, সয়াবিন ৪০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো সার ও বীজ পেলে কৃষকরা আরও অধিক ফসল উৎপাদনে উৎসাহিত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।