
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
সোমবার (২৫ আগস্ট) নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে বিদ্যালয়ে পরিদর্শন ও বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে নির্বাচনী গণসংযোগ করলেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর ও নীলফামারী-১ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
জানা যায়, বালাপাড়া নিউমডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নীলফামারী জেলার জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও ডোমার ডিমলা নীলফামারী-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়া ও জীবন যাপনের বিভিন্ন সমস্যার কথা সরাসরি তাদের কাছে থেকে শোনেছেন। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত বই-পুস্তকের অভাব, আর্থিক সংকট, বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি ও শিক্ষা উপকরণের সংকটসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি তারা প্রতিনিয়ত।
আব্দুস সাত্তার এসব সমস্যা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন, যদি আমি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এই বিদ্যালয়সহ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় আনা হবে। এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন করা হবে।
সেখান থেকে তিনি বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন। বাজারে ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। আসন্ন নির্বাচনে আব্দুস সাত্তারের অংশগ্রহণে এলাকায় রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে। তার এই সরাসরি গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মুজিবুর রহমানসহ উপজেলার এবং বালাপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ।