Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় জমির সীমানা নির্ধারণ নেয়ে কেন্দ্র করে সংর্ঘষ নিহত ১।

ডিমলায় জমির সীমানা নির্ধারণ নেয়ে কেন্দ্র করে সংর্ঘষ নিহত ১।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন( মুফা) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ডিমলা থানায় ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মোফাজ্জল হোসেন মোফা ( ৫৭) ।

গত সোমবার (৩০জুন) বিকাল ৫ টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত্যু সিরাজুল ইসলামের ছেলে নাঈম ( ২২) এর জমি সীমানা নির্ধারণ করে। উক্ত সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নাঈম ও তার লোকজন তোফাজ্জল হোসেন মোফাকে বুকে আঘাত করলে মোফাজ্জল হোসেন মোফা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ মোফাজ্জল হোসেন মোফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরগে প্রেরণ করেছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন মোফার ছেলে শাহজাহান আলী বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনায় জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: