Tuesday, August 12, 2025
Tuesday, August 12, 2025
Homeরাজনীতিডিমলায় জামায়াতে ইসলামীর অফিসের ভিত্তি স্থাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।

ডিমলায় জামায়াতে ইসলামীর অফিসের ভিত্তি স্থাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর ডিমলা উপজেলা শাখা অফিসের ৫ম তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলার) সংসদ সদস্য পদপ্রার্থীও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য,নীলফামারী জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম জেলা সেক্রেটারী নীলফামারী। উপাধ্যক্ষ মাওলানা মহিউর রহমান জেলা ইউনিট সদস্য নীলফামারী। সভাপতিত্ব করেন মাওলানা মুজিবুর রহমান উপজেলা আমীর ডিমলা। এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী হাবিবুর রহমান উপজেলা নায়বে আমীর ডিমলা। আরো উপস্থিত ছিলেন মাওলানা রোকনুজ্জামান (বকুল) সেক্রেটারি ডিমলা উপজেলা শাখা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের একটাই উদ্দেশ্য একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা। এ কাজের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে। জামায়াতকে দেশ গড়ার দায়িত্ব দিলে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: