Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিডিমলায় জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত দাওয়াতি জনসভা অনুষ্ঠিত।

ডিমলায় জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত দাওয়াতি জনসভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর ডিমলা ২নং বালাপাড়া ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ও নীলফামারী -১ ডোমার ডিমলা আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন,দেশবাসীর আশঙ্কা সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মতো হবে। এই ৩টি নির্বাচনে বাংলাদেশের ৪ কোটি তরুণ ভোট দিতে পারে নাই। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সবাই যেন ভোট দিতে পারেন। তিনি বলেন, দেশবাসী দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। শিক্ষার্থীরা আনন্দের সাথে ভোট দিয়েছে। সেখানে শতকরা ৮০ ভাগ ভোট পড়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে অনন্য। ডাকসুর মত আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রত্যাশা করেন। পিআর পদ্ধতি সম্পর্কে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো মনোনয়ন বাণিজ্য থাকবে না। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান সহ বালাপাড়া ইউনিয়ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: