
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার সকালে (৫আগস্ট) ইসলামিয়া কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন চৌধুরী।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ও সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, গেল ১৭বছর বিএনপি’র নেতা কর্মীরা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তারপরও জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা হামলা মামলা, নির্যাতন করেও বিএনপিকে দমাতে পারেনি বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষ মুক্তি পেয়েছে দুঃশাসন থেকে।