Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeসারা বাংলাডিমলায় জেলা পরিষদের উদ্যোগে ৪’শ শিক্ষার্থী পাচ্ছে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও...

ডিমলায় জেলা পরিষদের উদ্যোগে ৪’শ শিক্ষার্থী পাচ্ছে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় চার’শ দরিদ্র শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ শুরু হয়েছে।

জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ডিমলা উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী কমিশনার(ভুমি) ফারজানা রহমান উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, উপজেলার ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪’শ জন শিক্ষার্থীকে এই উপকরণ দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান অনুষ্ঠানে বলেন, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই সমাজ ও দেশ বদলে যাবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: