Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeসারা বাংলাডিমলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা।

ডিমলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাড়ছে শীতের প্রভাব, কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডিমলা উপজেলা বিভিন্ন এলাকায় দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেশি ও রাত নামলেই শীত অনুভব হচ্ছে আরও বেশি। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে। সকালে যানবাহন হেট লাইট জ্বালিয়ে চলাচল করছে।

ডিমলা উপজেলা ও গ্রাম এলাকাগুলোতে শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাজারেও মানুষের ভিড় কম দেখা গেছে। উপজেলার
হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। এক ভ্যানচালাক বলেন, সকালে ভ্যান নিয়ে বের হই ভীষণ কুয়াশা আর ঠান্ডার কারণে মানুষ বেশি উঠতে চায় না। শীতের সময়ে আয় রোজকার কমে গেছে।ডিমলা আবহাওয়া অফিস জানিয়েছে , আজ সকাল ৬টায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: