
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ডিমলা উপজেলা প্রশাসন।
সোমবার ১ ডিসেম্বর উপজেলার জহিরের পুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানার পুলিশ সদস্যরা নিরাপত্তায় সহযোগিতা করেন। অভিযান চলাকালে ক্যানেলের ভেতর থেকে উল্লেখযোগ্য পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যা মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।
সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন,
নিষিদ্ধ জাল ব্যবহার শুধু মৎস্যসম্পদ ধ্বংস করে না, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকিতে ফেলে। মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদ বলেন, চায়না দুয়ারি জাল মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। ডিমলা উপজেলার প্রশাসন জানায়, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত হলে অবৈধ জালের ব্যবহার অনেকটাই কমে আসবে বলে আমরা মনে করি এবং
মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।



