Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় পুকুরের পানিতে পড়ে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

ডিমলায় পুকুরের পানিতে পড়ে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

স্টাফ রিপোর্ট।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে মোয়াম্মার হোসাইন আল আনসারী নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই ইউনিয়নের বাসিন্দা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ডিমলা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন আল আনসারীর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ডিমলা থানার এসআই ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ দাফনের অনুমতি প্রদান করে। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, “আমাদের ডিমলা উপজেলা সভাপতির একমাত্র সন্তানের এই অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শোকাহত পরিবারের জন্য ধৈর্য ও দোয়া কামনা করছি।” সেই সাথে শিশু মৃত্যু রোধে তিনি সকল অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: