
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা বন্যাকবলিত হয়েছে বিশেষ করে তিস্তা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে, অনেক এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগ বেড়েছে। তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ডোমার-ডিমলা(নীলফামারী-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ডিমলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং নীলফামারী জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর বন্যাকবলিত এলাকায় পরিদর্শন করছেন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,ডিমলা উপজেলা শাখার সম্মানিত আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান হাফিযাহুল্লাহ। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির,ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ রহমত আলী ও জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলব্যক্তি এবং স্থানীয়রা।