Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিডিমলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডিমলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নেতা কর্মীদের ঐক্য, নিষ্ঠা ও ত্যাগ-তিতিক্ষার কারণে ফ্যাসিস্টে অত্যাচার নির্যাতনের পরও বিএনপি আজও টিকে আছে। জনগণের হৃদয়ে জায়গায় আস্থা ও বিশ্বাস অর্জন করে নিয়েছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল ও জনগনের জন্য কাজ করতে হবে।
সোমবার(৩০ জুন) দুপুর ১২টার দিকে ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজের হলরুমে ডিমলা উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের কর্মী। তৃণমূল যত শক্তিশালী হবে বিএনপিও তত শক্তিশালী হবে। সেইসাথে জণগনের পাশেও বিএনপির নেতা-কর্মী সকলকে থাকতে হবে।
ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্ততা দেন ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: