Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeসারা বাংলাডিমলায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।

ডিমলায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, ডিমলা, নীলফামারীর আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রওশন কবির, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধার কমিটির আহবায়ক আবুল কাশেম , মুক্তিযোদ্ধা কমান্ডার, মাওলানা হাবিবুর রহমান কাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলার মুখপাত্র রাশেদুজ্জামান (রাশেদ) প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা তুলে ধরতে এ ধরনের আলোচনা সভার গুরুত্ব অপরিসীম। তাঁদের আদর্শ অনুসরণ করেই একটি উন্নত, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: