
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান সভাপতিত্বে, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, ডিমলা থানা, বিপিএটিসি হতে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের চারজন নবীন কর্মকর্তা, উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন সার্বজনীন আনন্দের উৎসব। ডিমলা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা ও আলোকসজ্জার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমরা চাই সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধন অটুট রেখে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করুন। এবং ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে তিন ধাপের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।