Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeসারা বাংলাডিমলায় শিক্ষার্থীদের উদ্যোগে শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ডিমলায় শিক্ষার্থীদের উদ্যোগে শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে। আরবিআর ছাত্র সংঘ ও ডিমলা উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গত বুধবার বছরের শুরুতে ডিমলা আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতের কনকনে সকালে চারপাশ যখন ঘন কুয়াশায় ঢাকা, তখন শীতবস্ত্রের অভাবে কাঁপতে থাকা অসহায় মানুষদের জন্য স্বস্তি নিয়ে আসে এই আয়োজন। শীতবস্ত্র বিতরণ শীর্ষক কর্মসূচির আওতায় বৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে উষ্ণ শীতবস্ত্র তুলে দেন আয়োজক শিক্ষার্থীরা। উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী মো. নুরনবী ইসলাম, নিয়াজ হোসেন বিশ্বাস, আবু বক্কর সিদ্দিক আকাশ, মুরসালিন ইসলাম রিয়াদসহ আরও অনেক শিক্ষার্থীর উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. রাসেল আহমেদ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: