
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পোস্ট অফিস মোড়ের সদর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমির ও প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা নূর মোবাশ্বেরের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এবং আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান,সেক্রেটারি কাজী রুকনুজ্জামান বকুল,নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমান,সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু,ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম,ডিমলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রহমত আলী প্রমূখ।
সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। সভায় মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের সঙ্গে নিজ পরিচয় বিনিময় করেন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন, তবে সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি নির্মূল করা সম্ভব।



