
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই ) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে গতবছর ২ জন ও এ বছর চারজন শিক্ষার্থীর মধ্যে কেউ পাশ করেননি। এই স্কুল সর্ম্পকে জানা যায়, ফেল ছাড়া পাশের মুখ দেখেনি স্কুলটি। ২০২৪ সালে এই স্কুলটি থেকে প্রথম দুই শিক্ষার্থী অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবার অংশ নেয় ৪ জন। পর পর দুই বার ফলাফল শূন্য।
জানা যায়, ১৯৯৯ সালে উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারি মাসে। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কত তা রহস্যেই থেকে গেছে।
স্থানীয় রবিউল ইসলাম নামের একজন বলেছেন, বিদ্যালয়টি বেশির ভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই-একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না। আর যে সকল শিক্ষক রয়েছেন তারা বিভিন্ন জন ভিন্ন পেশা নিয়ে ব্যস্ত। তারা স্কুলে সময় দিতে পারেন না। বাহিরের শিক্ষা নিয়ে পরীক্ষা দেয়ায়। তিনি আরও বলেন, পর পর দুই বছরে এই বিদ্যালয় থেকে কেউ পাশ করতে না পারায় ডিমলা এলাকার নাম খারাপ হচ্ছে, এতে সমালোচনার ঝড় বইছে উপজেলা জুড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের দেখা পাওয়া যায় না। এমনকি তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে গণমাধ্যম কর্মীরা শত চেষ্টা করেও তার বক্তব্য পায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র বলছে, গতবারের ন্যায় এবারও এ বিদ্যালয়ে কেউ পাশ করতে পারেনি।