Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeসারা বাংলাডিমলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত।

ডিমলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং দিবস উদযাপনের মূল কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান সংক্ষিপ্ত বক্তৃতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবসে ডিমলা উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, এবং উপজেলায় লাল-সবুজের সাজে সেজে ওঠে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: