Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeবিশেষ প্রতিবেদনডিমলার কৃষি সম্প্রসারণ দুই অফিসার কে বিদায়ী সংবর্ধনা।

ডিমলার কৃষি সম্প্রসারণ দুই অফিসার কে বিদায়ী সংবর্ধনা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষি সম্প্রসারণ দুই অফিসার কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

জানা যায় জনাব মো: মাসুদুল হকে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে দায়িত্বপালন শেষে তিনি বিদায় নিয়েছেন, মাসুদুল হকের বিদায়ে ডিমলার কৃষি বিভাগে শূন্যতা বিরাজ করছে, কৃষকবান্ধব এই কর্মকর্তা দায়িত্বকালীন সময়ে মাঠপর্যায়ের কৃষকদের পাশে দাঁড়িয়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি।সহকর্মী ও স্থানীয় কৃষকেরা আশা করেছে তার ভবিষ্যৎ নতুন কর্মজীবনের সাফল্যে।

অন্যদিকে, দীর্ঘদিনের অভিজ্ঞ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: আলমগীর জামিল অবসর গ্রহণ করেছেন। বিদায়ী এ কর্মকর্তার পেশাগত অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সহকর্মীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও তার পারিবারিক জীবনের জন্য শুভকামনা রইলো। এ বিষয়ে ডিমলার কৃষি কৃষিকর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, জনাব মো: মাসুদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসারের বিদায়ে একটি শূন্যতা তৈরি হলো কৃষি বিভাগ ডিমলায়, আশা করি আপনার ভবিষ্যৎ চাকরিজীবন সহ অন্যান্য সকল ক্ষেত্রে সফলতার গল্প ছড়িয়ে থাকুক। যেখানেই থাকবেন ভাল থাকবেন। আরেকজন সফল ব্যক্তি সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: আলমগীর জামিল এর অবসরজনিত বিদায়ে উনার সুস্বাস্থ্য ও পারিবারিক জীবনে সুখী হোন এই কামনা করছি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: