
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন কুমার পাড়া গ্রামের মেয়ে প্রিয়াংকা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ হতে এইচ এস, সি পাশ করে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এই অসামান্য সাফল্যে খুশিতে ভাসছে পুরো এলাকাবাসী।
প্রিয়াংকা ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। তার বাবা পরিতোষ কুমার রায় একজন ফার্মাসিস্ট এবং মা কবিতা রানী রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। অনেক সীমাবদ্ধতার মধ্যেও প্রিয়াংকা নিজের একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। প্রিয়াংকা জানায়, “এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। পরিবারের সমর্থন এবং শিক্ষকদের দিকনির্দেশনা ছাড়া এটা সম্ভব হতো না। আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করতে চাই।”
গ্রামের মন্দিরে দোয়ার আয়োজন করা হয়েছে এবং পাড়া-প্রতিবেশীরা মিষ্টি বিতরণ করছেন। প্রিয়াংকা সাফল্য যেন গ্রামের মেয়েদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ, শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু চৈতন্য কুমার রায়, ডিমলা নিজপাড়া শিশু একাডেমির অধ্যক্ষ সাজেদুল ইসলাম লিটন, বলেন, প্রিয়াংকা ছোট বেলা থেকে মেধাবী ছিল, সে আমাদের এলাকার গর্ব। আমরা তার পাশে ছিলাম এবং সবসময় থাকব। তার সাফল্যে পুরো এলাকা আজ গর্বিত।”প্রিয়াংকা রাণীর রায় এর এই অর্জন শুধুমাত্র তার নয়, এটি পুরো এলাকার সাফল্যের গল্প। ভবিষ্যতে প্রিয়াংকা এলাকার মানুষের মুখ উজ্জ্বল করবে এটাই সবার প্রত্যাশা।