Saturday, August 16, 2025
Saturday, August 16, 2025
Homeবিশেষ প্রতিবেদনডিমলা গয়াবাড়ীতে রাস্তার রিপেয়ারিং কাজে পাইলিং না করায় পুকুর পাড়ে ধসে পড়েছে।

ডিমলা গয়াবাড়ীতে রাস্তার রিপেয়ারিং কাজে পাইলিং না করায় পুকুর পাড়ে ধসে পড়েছে।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মতির বাজার থেকে রহমানগঞ্জ বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা রিপেয়ারিং কাজ চলছে। পশ্চিম খড়িবাড়ির ২ নাম্বার ওয়ার্ডের রহমানগঞ্জ বাজারের পূর্ব পাশের সড়কে পুকুর পাড়ে পাইলিংয়ের ব্যবস্থা না করে রাস্তা মেরামতের কাজ করায় এত করে পুকুরের পাড়ে রাস্তার একপাশ ধসে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে অটোবাইক, পাগলু, নছিমন-করিমন, ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোসহ প্রতিদিন শতশত যানবাহন এবং শিক্ষার্থী সহ অসংখ্য জনসাধারণ চলাচল করে, রাস্তার কয়েক জাগায় বেহাল দশা এই অবস্থা আর একমাস গেলে রাস্তায় একেবারে জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়বে ও পুকুর পাড়ে রাস্তায় ধসে যাওয়ায় ঘটতে পারে দুর্ঘটনা এবং পুকুর পাড়ে পাইলিংয়ের কাজ না ধরায় রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে রাস্তার ওয়ালের পাশের ধসে যাওয়ায় এখন রাস্তার একপাশ শূন্যের উপরে ঝুলছে ভারি কোনো যানবাহন চলাচল করলে রাস্তাও পুকুরের খালে ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নির্মিত রাস্তাটি রক্ষায় অতিদ্রুত ডিমলা উপজেলা প্রশাসন এবং ডিমলা উপজেলা এল জি আর ডি (LGRD)কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: