মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের একতার বাজারে বিএনপির তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়। সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধানের সভাপতিত্বে বক্তৃতা দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মোক্তার হোসেন, মনোয়ার হোসেন, শেফাউল জাহাঙ্গীর সেপু, গোলাম রব্বানী প্রধান, উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন প্রমুখ।