Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeআইন আদালতডিমলা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও অভিযান বৃদ্ধি।

ডিমলা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও অভিযান বৃদ্ধি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার কঠোরভাবে মাঠে নেমেছেন ডিমলা থানা পুলিশ। ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহীর নেতৃত্বে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার,নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধ ও কিশোর গ্যাং রোধসহ অপরাধ তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশি টহল ও অভিযান জোরদার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহীর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম গাড়িবহর নিয়ে ডিমলা উপজেলায় টহল দিতে দেখা যায়।

ডিমলা থানা পুলিশের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা। আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশের দেওয়া এই টহলে জনমনে সাহস বৃদ্ধি এবং পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে বলে তারা জানান। যদিও অপরাধীরা গা ঢাকা দিয়েছে, ডিমলা থানা পুলিশের প্রতিনিয়ত টহল জনমনে স্বস্তি এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা আরও বলেন, পুলিশের তৎপরতা এভাবে চলতে থাকলে দুষ্কৃতিকারী ও অপরাধীরা পার পাবে না।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী বলেন,জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার পুলিশি টহল ও অভিযান বৃদ্ধি করা হয়েছে। অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের গ্রেপ্তার করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে রয়েছে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা। বিশেষ অভিযান পরিচালনার কারণ: অপরাধ প্রতিরোধ: অপরাধীদের তৎপরতা কমাতে এবং অপরাধের সংখ্যা হ্রাস করতে পুলিশি টহল বৃদ্ধি করা হয়, খুন, ধর্ষণ, চুরি,ডাকাতি,মাদক এবং ছিনতাইয়ের মতো অপরাধ মোকাবেলায় পুলিশি টহল ও অভিযান জোরদার করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: