
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের জনগণের সঙ্গে বিএনপির সাবেক এমপি তুহিনের মতবিনিময় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার- ডিমলা (নীলফামারী১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বিএনপি সবসময় উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। আমরা চাই, এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ উন্নয়নের মূল স্রোতে যুক্ত হোক। যদি জনগণ সুযোগ দেয়, তাহলে ডোমার-ডিমলার প্রতিটি মানুষের জীবনে পরিবর্তন আনাই হবে আমাদের মূল লক্ষ্য।



