বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তাদের প্রথম ভোট সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করতে হবে। দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের সমর্থন আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সিলেট-৩ সংসদীয় আসনের ৩ টি শাখার উদ্যোগে আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মানে ছাত্রসমাজের করনীয়’ শীর্ষক আলোচনা সভা ও ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত মঙ্গলবার দক্ষিণ সুরমার জালালপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ.আর.ডি. সম্পাদক শরীফ মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা দক্ষিন শাখার সাবেক সভাপতি ও ফেঞ্জুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের, দক্ষিন সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান সায়মন, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সেক্রেটারি তোফায়েল আহমদ, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাহিত্য ও কলেজ সম্পাদক এম আহমেদ আমীম, স্কুল ও প্রচার সম্পাদক আবু তাহের চৌধুরী, এইচ.আর.ডি. ও প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন, দাওয়াহ সম্পাদক ইয়াছিন আহমদ, প্ল্যানিং ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু তাহের, ছাত্রশিবির ফেঞ্জুগঞ্জ উপজেলার সভাপতি আশরাফুর রহমান ত্বোহা, বালাগঞ্জ উপজেলা দক্ষিন শাখার সভাপতি আবেদ আলী, মোগলাবাজার থানা পূর্ব শাখার সভাপতি আবু ছায়েদ রায়হান, মোগলাবাজার থানা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ। বিজ্ঞপ্তি