Wednesday, August 13, 2025
Wednesday, August 13, 2025
Homeরাজনীতিতরুণদের মেধা ও সাহসিকতাই পারে দেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে:...

তরুণদের মেধা ও সাহসিকতাই পারে দেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে: মুক্তাদির।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত ১৫-২০ বছর যে বাংলাদেশ ছিল, সেখানে বাংলাদেশের মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। তিনি বলেন, এর বড় প্রমাণ হলো, পরপর ৩টি জাতীয় নির্বাচন। এই নির্বাচনগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না, ছিল না কোনো গণতান্ত্রিক স্বচ্ছতা। তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের শক্তি, মেধা ও সাহসিকতাই পারে বাংলাদেশকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে। এ জন্য তাদের মধ্যে গড়ে তুলতে হবে একটি শক্তিশালী চিন্তাচেতনা, যাতে তারা কোনো দলীয় বিভাজনের মধ্য দিয়ে নয়, বরং দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিতে পারে। তিনি আরও বলেন, রাজনৈতিক অংশগ্রহণ মানে কেবল স্লোগান দেওয়া নয়। বরং দেশের বাস্তবতা অনুধাবন, সংকট বিশ্লেষণ এবং পরিবর্তনের নেতৃত্ব দেওয়াই তরুণদের আসল দায়িত্ব। তারা যেন চিন্তা করতে শেখে—কে কেমন সরকার করলো, জনগণের পাশে কে ছিল, কে ছিল না—এই জবাবদিহিতার চেতনা থেকেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

শনিবার (২১ জুন) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে “তরুণ কণ্ঠ একটি উন্নত বাংলাদেশের জন্য” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুকনুল ইসলাম শামীমের পরিচালনায় আলোচনায় অংশ নেন শিক্ষার্থী ফয়সাল আহমদ, আশরাফ, সাব্বির শুভ, হাফিজ লায়েক, নাঈমা বেগম, সুমাইয়া আক্তার, তাসনিয়া বেগম, রুকন আহমদ, জুনেদ উদ্দিন, ইমাদ আহমদ, ইলিয়াস হোসেন, রাকিব আলী, রাইয়্যান আহমদ, সুরাইয়া ্ বেগম, জাবেদ আহমদ, মুনিরা বেগম, সুহাদা বেগম, মারিয়া ইসলাম, ইমরান আহমদ, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ
মতবিনিময় সভায় স্থানীয় যুব সমাজ, শিক্ষার্থী, নবীন রাজনীতিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। খন্দকার মুক্তাদির সব প্রশ্নের জবাব দেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: