Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeরাজনীতিতরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন।

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন।

বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে এসব পরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে গণসংযোগকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেতো একসময়। কালের পরিবর্তনে সেটি হারিয়ে গেছে। দেশি মাছ তো নেই বললেই চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে সিলেটের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটের বেকার তরুণ ও যুবকদের কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। আধুনকি ও নতুন পদ্ধতিতে সিলেটে মাছ চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। এতে করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বেকারত্ব দূর হবে।
তিনি আরও বলেন, সিলেটে প্রতিদিন ১২ লক্ষ ডিমের চাহিদা রয়েছে। কিন্ত স্থানীয়ভাবে মাত্র দুই লাখ ডিম উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বাহির থেকে আনা হয়। জনগণের রায় নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পেলে তরুণ-যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের এই ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করা হবে ইনশাআল্লাহ।
কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজের অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেলের পরিচালনা নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী, অধ্যাপক পার্থ সারথি নাথ।
এদিকে, লালবাজার ও জেল রোড এলাকা ছাড়াও মহানগরের বিভিন্ন স্থানে রবিবার দিনভর গণসংযোগ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া তাঁর সমর্থনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পৃথকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাড়ার চায়ের দোকান থেকে গৃহিনীর রান্নাঘর-সবখানে খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষ প্রতীকের জোর আলোচনা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের ভোটাররা।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: