Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিতারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী।

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সিলেটের সুষম ও পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারেক রহমানের দেওয়া আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গড়ার পরিকল্পনা অনুযায়ী তিনি সিলেটের উন্নয়নে কাজ করবেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং একটি মহাপরিকল্পনার মাধ্যমে সিলেটের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সিলেটের বর্তমান উন্নয়নকে ‘থমকে যাওয়া’ অভিহিত করে তিনি একটি আধুনিক, বৈষম্যহীন ও পরিকল্পিত নগরী উপহার দিবেন। এছাড়া প্রবাসীবহুল এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কয়েস লোদী আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট আসছেন। সেই সফর সফল করতে সবার প্রতি আহবান জানান।
তিনি শনিবার খন্দকার আব্দুল মুক্তাদিরের সৌজন্যে এবং তাঁর (কয়েস লোদী) সার্বিক তত্ত্বাবধানে চলমান ভ্রাম্যমান মেডিকেল টিমের কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ১৭নং ওয়ার্ডে মিরবক্সটুলায় আজাদী সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় ফ্রী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মেডিকেল টিমের সমন্বয়ক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. সুলায়মান আহমেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নুরুল মোমিন খোকন, ওয়ার্ড কৃষক দলের আহবায়ক আনু আহমদ, ওয়ার্ড নাগরিক কমিটির আহবায়ক মো: কয়ছর আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল কাহির, ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ, আজাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুস সাবির টুটুল, মীর জসিম উদ্দিন জিলহাদ, আজাদী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জুনেল আহমদ, সহ সভাপতি জুবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: কাউছার আহমদ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি মেডিকেল টিমের সহ-সমন্বয়ক ইজাজ শাফিন চৌধুরী, ডা. আব্দুল মতিন মিজান, ডা.ফারহান প্রমুখ। এসময় প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: