Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিতারেক রহমানের সিলেট আসা তৃণমূলের জন্য"মোরাল বুস্টার" : বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

তারেক রহমানের সিলেট আসা তৃণমূলের জন্য”মোরাল বুস্টার” : বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্ধারিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের সিলেট আসা, শারীরিক উপস্থিতি রাজনৈতিক সমীকরণে অনেক পরিবর্তনের আনবে। তৃণমূলের জন্য”মোরাল বুস্টার”।জনআকাঙ্ক্ষার দেশ গঠনে তারেক রহমান অপরিহার্য উল্লেখ করে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী এই প্রতিবেদককে বলেন, রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, শিক্ষা, বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকার সমস্যা সমাধান, জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার, তথ্য-প্রযুক্তির উন্নয়ন, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, নারী, ক্রীড়া, ধর্ম, এসব বিষয়ে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে, এবং বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে তার নানা স্বয়ংসম্পূর্ণ বাস্তবায়ন পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরবেন।

এ ছাড়া মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার কর্মপরিকল্পনার বিস্তারিত বলবেন।

আমরা সব সময় স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ ঠিক করতে চাই। তবে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজন আছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: