মদীনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, রাসুলুল্লাহ (সা.) এর ৩৯তম বংশধর সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া বলেছেন, কুরআন মজীদ আল্লাহ‘র কালাম। এর মাধ্যমে আল্লাহ তাঁর হাবীবকে সম্মানিত করেছেন এবং এর দ্বারা আমরাও সম্মানিত হয়েছি। কুরআন তিলাওয়াত করলে প্রতি হরফের বিনিময়ে নেকী পাওয়া যায়। কিন্তু কুরআন শুধু তিলাওয়াত বা মুখস্ত করলে হবে না, বরং এর পাশাপাশি কুরআন নিয়ে চিন্তা-গবেষণায় আমাদের মনোনিবেশ করতে হবে। কেননা স্বয়ং আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কুরআন নিয়ে তাফাক্কুর-তাদাব্বুর তথা চিন্তা গবেষণার কথা বলেছেন এবং এ ক্ষেত্রে উৎসাহিত করেছেন। তিনি হাদীস উদ্ধৃত করে বলেন, এমন কিছু লোক আসবে যারা তিলাওয়াত করবে কিন্তু কুরআন তাদের গলার নিচে প্রবেশ করবে না। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে।
সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া ১৬ আগস্ট, ২০২৫ শনিবার, সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের "প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪" এর পুরস্কার বিতরণ ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বোর্ডের সভাপতি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী‘র সভাপতিত্বে এবং বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান ও মাওলানা বেলাল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসূল (সা.) এর ৩৯তম বংশধর জেদ্দার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, ইয়াকুবিয়া বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী।
দুই অধিবেশনে বিভক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাসূল (সা.) এর ৪০তম বংশধর সায়্যিদ হামযা আসিম আদী ইয়াহইয়া, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনঈম, মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবূ জাফর মুহাম্মদ নুমান, ভূরকী হাবিবিয়া হাফিযিয়া মাদরাসার বড় হুজুর হাফিয আব্দুশ শহীদ, ইকড়ছই সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, সৎপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আমদ বেতকোণী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ইছামতি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, লতিফিয়া উলামা সোসাইটি ইউকে‘র সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, আমেরিকার নিউজার্সির মসজিদ আল ফিরদাউস এর ইমাম ও খতীব মাওলানা এন ইউ এম আব্দুছ কুদ্দুছ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল হাবীব লতিফিয়া কমপ্লেক্স এর চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করীম মহসিন, সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, লক্ষণাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল আজিজ, মুসলিমাবাদ হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিজ ফাতির আহমদ, খাশিলা শফিকুল ইসলাম হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিজ সৈয়দুর রহমান, গিয়াসনগর হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুর রশিদ, লতিফিয়া এতীমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিক আলী, বোর্ডের অফিস সম্পাদক মাওলানা সাইদুর রহমান, ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ আবু সাঈদ মো. সেলিম, হাফিজ মাও. জাহাঙ্গীর আলম, হাফিজ আব্দুল আজিজ, হাফিজ মাও. বুরহান উদ্দিন, হাফিজ ছয়ফুল আলম, হাফিজ মো. আজাদ আলী, হাফিজ আশফাকুজ্জামান আদনান, হাফিয ইউসুফ মো. শাহান প্রমুখ