স্টাফ রিপোর্ট, সিলেট।
সিলেটের দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ নূরানী আদর্শ মক্তবের পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে নূরানী আদর্শ মক্তবের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও জামে মসজিদের ইমাম হাফিজ ইমাম ক্বারি আজাদুর রহমান আজাদীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, ডা. ওলিউর রহমান, ব্যবসায়ী জুনেদ আহমদ, সমাজকর্মী রুম্মান আহমদ, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ সেবুল আহমদ, সদস্য হাফিজ মুফতি সুলাইমান আহমদ, মুহিন আহমদ এলো।
উপস্থিত ছিলেন বিশিষ্ট রাসাইদ আলী, প্রবাসী জালাল আহমদ, তবারক আলী, শরফ আলী, মনসুর আলী, মোজাহিদ আলী, দুলাল আহমদ, উস্তার আলী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. তুহিন আহমদ। মিলাদ পরিচালনা করেন জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ জুবায়ের আহমদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ইমাম ক্বারি আজাদুর রহমান আজাদী। অনুষ্ঠানে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল এই যুগে মক্তব শিক্ষা কার্যক্রম প্রায় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মক্তব কার্যক্রমকে পূণরায় চালু করেছে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ। এটা একটি মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই মসজিদের মতো অন্যান্য মসজিদগুলোতে মক্তব কার্যক্রম চালু করার আহ্বান জানান।