Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
HomeUncategorizedদলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির।

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির।

সিলেট জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ সভা।

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুসারে আমাদের কাজ করতে হবে। তিনি শুক্রবার রাতে তাঁর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় একথা বলেন। সভার শুরুতে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়।
সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কী কাজ করবে এবং দলের চেয়ারম্যানের পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যানের সকল চিন্তা-ভাবনা এদেশের মানুষকে ঘিরে। সেই চিন্তা-ভাবনা গুলো পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের পরিকল্পনা পৌঁছে দিতে হবে দেশ এবং জাতির কাছে। সভায় নব দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানসহ জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: