Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeরাজনীতিদিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরী জাবেদের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ।

দিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরী জাবেদের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় দিরাই বাসস্ট্যান্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজমল হোসেন চৌধুরী জাবেদ দুর্দিনে হাওরভাটি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলেন। তিনি সব ধর্ম ও শ্রেণির মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য এবং দলের জন্য নিবেদিতপ্রাণ একজন নেতা। তাঁকে মনোনয়ন দিলে হাওরাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বলেন, “আজমল হোসেন চৌধুরী জাবেদ বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা। সরকারবিরোধী সব আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দুর্দিনে দিরাই-শাল্লার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দিরাই-শাল্লা এলাকা অবহেলিত। এখনো উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পুরোপুরি গড়ে ওঠেনি। “আজমল হোসেন চৌধুরী জাবেদ মনোনয়ন পেলে এই অঞ্চলে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে,” যোগ করেন তিনি।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে হঠাতে আমি দেশ-বিদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছি। করোনা ও বন্যার সময় দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মানুষের মাঝে তুলে ধরেছি। আশা করি দল আমাকে ধানের শীষের প্রতীক উপহার দেবে।”

তিনি আরও বলেন, “দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন,দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার হোসেন চৌধুরী, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহেদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চরনারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, তাড়ল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,,সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিবাতুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: