Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিদুর্গাপূজায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর শুভেচ্ছা।

দুর্গাপূজায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর শুভেচ্ছা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলাম্বী মানুষের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। সম্প্রীতির সেই ঐতিহ্য বজায় রেখে সিলেটের হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সেই কামনা করছি।

পূজা উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, এই নগর সাম্প্রদায়িক সম্প্রীতির, সব ধর্মের মানুষের। আমরা এই সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চাই। একে অন্যের ধর্মকর্ম পালনে সহাবস্থান ও সহযোগিতার মনোভাব লালন করি। এভাবে সিলেট যুগ যুগ ধরে শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: