Thursday, December 18, 2025
Thursday, December 18, 2025
Homeরাজনীতিদেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালেদ চৌধুরীর দোয়া মাহফিল।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালেদ চৌধুরীর দোয়া মাহফিল।

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবীর রোডস্থ উপহার কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদের্শ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করেন পিরিজপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুয়াইব আহমদ চৌধুরী।
খালেদ চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তনে বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফাতাহ সিদ্দিকী বলেছেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও অসুস্থতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু মানেই দেশের গণতন্ত্রের পথ আরও শক্তিশালী হওয়া। তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে না আসতে পারলেও যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য খালেদ চৌধুরী দলের দুঃসময়ে বিএনপির পাশে থেকেছেন এবং প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদের পরিচলনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি; গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি আরো বলেন, খালেদ চৌধুরী প্রবাসে থেকেও দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে বিএনপির জন্য কাজ করছেন। তিনি বিদেশে অবস্থান করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিয়মিত ভূমিকা রেখেছেন।
স্বদেশ প্রত্যাবর্তন করেই খালেদ চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন, মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর সুস্থতা মানেই গণতন্ত্রের শক্ত ভিত হওয়া। খালেদ চৌধুরী ১৭ বছর যুক্তরাজ্যে বসবাস করলেও দেশের মানুষ সহ বিএনপির প্রতি অগাত ভালোবাসার কারণেই আজকে দেশের মাটিতে পা রেখেই আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, মাহবুবুর রব ফয়সল, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মোস্তফা কামাল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আসাদ উদ্দিন, দক্ষিণ থানার সদস্য সচিব মকসুদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন, শাহেদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা সাহেদ খান স্বপন, মাছুম আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালিক মল্লিক, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন অনিক, বিএনপি নেতা আওলাদ হোসেন, এনাম মেম্বার, মাছুম মিয়া, এমরানুজ্জামান, কাওসার আহমদ, ছাত্রদল নেতা সায়েম আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা জিয়া মঞ্চের আহ্বায়ক রেদুয়ান আহমদ শিকদার, সুলেমান খান প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: