Tuesday, April 29, 2025
Tuesday, April 29, 2025
Homeবিশেষ প্রতিবেদনদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ---------------আলহাজ্ব আউতার রহমান।

দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ —————আলহাজ্ব আউতার রহমান।

সিলেট বিভাগীয় মানবাধিকার ঐক্য পরিষদের আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আউতার রহমান বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা দেশের প্রতিনিধিত্ব করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী পালন করে যাচ্ছেন। দেশের যেকোন দূর্যোগময় সময়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরের বন্দবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে টাওয়ার হ্যামলেটস লন্ডন ইউকের স্পীকার ব্যরিস্টার সাইফ উদ্দিন খালেদ-কে নাগরিক সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের সভাপতি সৈয়দ আকরাম আল সাহান এর সভাপতিত্বে ও মনবাধিকার কর্মী আলী আহছান হাবীব এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস লন্ডন ইউকের স্পীকার ব্যরিস্টার সাইফ উদ্দিন খালেদ।

অনুষ্ঠানে প্রধান বক্তবার বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন কলমযোদ্ধা লিয়াকত আলী খান, মানবাধিকার কর্মী ও ব্যাংকার নাজিম উদ্দিন শাহান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান শাখার সভাপতি সাজ্জাদ আহমদ সাজু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক রফিকুল ইসলাম শিতাব। স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট মো. নাজমুল ইসলাম। সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দ সজীব আহমেদ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: